• রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ ভৈরবে র‌্যাবের হাতে আটক নারীর মৃত্যু

সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ ইবাদতসর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ ইবাদতআল্লাহর পরিচয় জানা

সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

সুতরাং তুমি জান সেই আল্লাহকে যিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই। (সূরাহ মুহাম্মদ: ১৯) অন্যত্র আল্লাহ বলেন, তুমি পড়, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। (সূরাহ আল-আলাক্বঃ ১) মহাগ্রন্থ আল-কুরআনের উল্লেখিত আয়াতদ্বয়ের মাধ্যমে বুঝা যায় যে, আল্লাহর সম্পর্কে জানা সকলের জন্যই অপরিহার্য তথা ফরযে আইন। প্রথম আয়াাতটিতে আল্লাহ তার নিজের সম্পর্কে জানতে সকলকে নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় আয়াাতে সকলের স্রষ্টা মহান রব তার নামে তথা তার সম্পর্কে পড়তে আদেশ করেছেন। আর আল্লাহর আদেশ কিংবা নির্দেশ মানেই হল, অপরিহার্য বিষয় তথা ফরযে আইন। যেমনিভাবে নির্দেশসূচক শব্দ ব্যবহার করে আল্লাহ তায়াালা সালাত এবং যাকাতকে সকলের জন্য ফরয করেছেন, ঠিক তেমনিভাবে নির্দেশসূচক শব্দ ব্যবহার করেই আল্লাহ তার সম্পর্কে জানতে সকলকে আদেশ করেছেন। অতএব স্পষ্টভাবেই বুঝা যায়া যে, আল্লাহর সম্পর্কে জানা প্রত্যেকের জন্য অপরিহার্য তথা ফরযে আইন। উসমান (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই এটি জানার পর যে মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিমঃ ১৪৫) রাসূল (সা.) এর এই হাদীসের মাধ্যমেও বুঝা যায়া যে, আল্লাহর সম্পর্কে জেনে তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তাছাড়া মানুষের মৃত্যুর পর কবরে মানুষকে রব তথা আল্লাহর ব্যপারে জিজ্ঞাসা করা হবে। যেহেতু এ বিষয়ে মানুষ কবরে জিজ্ঞাসিত হবে সেহেতু এ ব্যপারে জানা প্রতিটি মানুষের উপর ফরযে আইন। আল্লাহর পরিচয় ও বর্তমান প্রেক্ষাপটঃ বর্তমান সামাজিক অবস্থার উপর দৃষ্টিপাত করলে বুঝা যায় যে, এই বিশাল পৃথিবীর একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর পরিচয়ের ব্যপারে আজও বহু মুসলিমের মধ্যে অস্পষ্টতা রয়েছে। আবার অনেকে এ ব্যপারে সম্পূর্ণই গাফেল। অথচ আল্লাহর ব্যপারে সকল ধরণের ভ্রান্ত আক্বীদা বর্জন করে তার প্রতি সঠিক আক্বীদা পোষণ করার জন্য এবং তার সাথে কাউকে শরীক না করে জান্নাতের উপযোগী হওয়াার জন্য আল্লাহর সঠিক পরিচয় জানা সকলের জন্য অত্যাবশ্যক। আল্লাহর পরিচয় না জানার কুফলঃ আল্লাহর পরিচয় না জানার কুফল অনেক ভয়াবহ। আল্লাহর পরিচয় না জানলে কোন ইবাদতই আল্লাহর নিকট কবুল হবে না। কেননা তার পরিচয় না জানার দরুণ তাওহীদ তথা আল্লাহর একত্ববাদ ভেঙ্গে যাওয়াার মত কিংবা শিরক তথা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার মত জঘন্য পাপে লিপ্ত হয়ে মানুষের মূল্যবান সম্পদ ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আর ঈমান ছাড়া সব আমল বাতিল হিসেবে গণ্য হবে। আল্লাহর সঠিক পরিচয় না জানার কারণেই মানুষ তার প্রতি বিভিন্ন ধরণের বাতিল ও মন্দ ধারণা পোষণ করে থাকে, যার শাস্তি ভয়াাবহ জাহান্নাম। আল্লাহ বলেন, আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দিবেন যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে। (সূরাহ আল-ফাত্হঃ ৬)। আল-কুরআনের উল্লেখিত আয়াতের মাধ্যমে আল্লাহর প্রতি ভ্রান্ত আক্বীদা পোষণের শাস্তি খুব স্পষ্টভাবেই বুঝা যাচ্ছে। উপসংহারে বলা যায় যে, আল্লাহ তার নিজের পরিচয় যেভাবে তুলে ধরেছেন এবং রাসূল (সা.) এর হাদীসের মাধ্যমেও আল্লাহর পরিচয় যেভাবে ফুটে উঠেছে হুবহু সেভাবেই আল্লাহর পরিচয় জানা সকলের জন্য অত্যাবশ্যক। অতএব আসুন, হুবহু কুরআন ও হাদীস অনুযায়াী আল্লাহর পরিচয় জানি এবং সকল ইবাদত ঠিক রেখে জান্নাতে যাওয়াার চেষ্টা করি। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন

প্রচারে : আসুন  কুরআন পড়ি, সফল জীবন গড়ি। আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), কমলপুর, ভৈরব। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *